বিবেকানন্দ জন্ম জয়ন্তী ও জাতীয় যুবদিবস পালন 2024

বিবেকানন্দ জন্ম জয়ন্তী ও জাতীয় যুবদিবস পালন 2024

বিবেকানন্দ জন্ম জয়ন্তী ও জাতীয় যুবদিবস পালন 2024

বিবেকানন্দ জন্ম জয়ন্তী ও জাতীয় যুবদিবস উপলক্ষে পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম 12 জানুয়ারি স্কুলের ছাত্র ছাত্রী নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও 13 জানুয়ারি 4 টি দলের এক দিবসের 29তম স্বামীজী স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে। প্রতিযোগিতা তে 150 জন ছাত্র ছাত্রী যোগদান করে, 72 জন মা মিউজিক্যাল চেয়ার এ অংশ নেন ।
ফুটবল খেলায় অংশ নেন
1. পাড়াতল সিদ্ধেশ্বরী ফুটবল ক্লাব
2. ঝাপানডাঙ্গা আদিবাসী ফুটবল ক্লাব
3. সাহাপুর U F A ফুটবল ক্লাব
4. রঙ্কিনি মুহুলা হনুমান ডাঙ্গা আদিবাসী ফুটবল ক্লাব
চূড়ান্ত পর্যায় এর খেলায় রঙ্কিনী মূহুলা হনুমান ডাঙ্গা 2 – ০ গোলে পাড়াতল সিদ্ধেশ্বরী ক্লাব কে পরাজিত করে ।
প্রতিযোগী দের পুরস্কার , টিফিনও দুপুরে খাবার ব্যবস্থা করা হয় ।উপস্থিত ছিলেন সেবাশ্রম সভাপতি সম্পাদক সদস্য, সদস্যা ও শ্রীমতী জয়শ্রী সাহা, ডক্টর রূপমাঞ্জরী বিশ্বাস সহ আরো অনেকে।