আজ সেবাশ্রম এর সদস্যা মাননীয়া শ্রীমতী জয়শ্রী সাহা ও বরুণ মালহোত্রা সেবাশ্রম-এ পরিদর্শনে আসেন বিবেকানন্দ শিক্ষা মন্দিরের ছাত্র ছাত্রী ,শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা কমিটির সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও উপদেশ দেন । বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হবে, সেই বিষয়ে উপদেশ দেনI
বিশেষ অতিথিদের সাথে আলোচনা













