শ্রী শ্রী মাতা সারদা দেবীর ১৭২তম জন্মতিথি উদযাপন
শ্রী শ্রী মাতা সারদা দেবীর ১৭২তম জন্মতিথি অত্যন্ত শ্রদ্ধা ও সাড়ম্বরে উদযাপিত হল পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে। ভোর থেকে শুরু করে দিনভর নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবাশ্রম প্রাঙ্গণ হয়ে উঠেছিল এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশে রামকৃষ্ণময়।
অনুষ্ঠানের সূচনা
ভোর ৪:৩০ মিনিটে মঙ্গলারতি দিয়ে দিনের সূচনা হয়। সকাল ৭:৩০ মিনিটে বিশেষ পূজা-পাঠ, হোম এবং পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়। ভক্তদের মধ্যাহ্নভোজনের পূর্বে দুপুর ২:০০টায় অনুষ্ঠিত হয় ভক্ত সম্মেলন।
ভক্ত সম্মেলন ও সাংস্কৃতিক পরিবেশনা
ভক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের স্বামী শেখরা নন্দজী মহারাজ। এছাড়াও সুদূর কলকাতা থেকে আগত জাগৃতি পাঠচক্রের ভক্তমণ্ডলী তাঁদের অপূর্ব পরিবেশনার মাধ্যমে ভক্তদের মন জয় করেন। “সকলের মা” শীর্ষক শ্রী শ্রী মায়ের লীলাগীতি পরিবেশনের মাধ্যমে তাঁরা ভক্তদের মধ্যে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করেন।
দুপুর ৩:০০টায় স্বামী শেখরা নন্দজী মহারাজ শ্রী শ্রী মায়ের জীবনের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে এক গভীর বক্তৃতা দেন। তাঁর সুধাময় কথামৃতে ভক্তরা মুগ্ধ হয়ে শোনেন এবং শ্রী শ্রী মায়ের প্রতি তাঁদের ভক্তি আরও গভীর হয়। বিকাল ৪:০০টায় মহারাজ ভক্তদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দিয়ে তাঁদের মনোরঞ্জন করেন।
উপস্থিত ব্যক্তিত্ব ও সমাপ্তি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি কল্পনা সাঁতরা। প্রায় ৫০০ ভক্ত ও সেবাশ্রমের সদস্য-সদস্যাগণের সক্রিয় অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।
সন্ধ্যা ৫:৩০টায় অনুষ্ঠিত হয় সন্ধ্যারতি, যা দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের মধ্যে প্রসাদের প্যাকেট বিতরণ করা হয়।
এই আধ্যাত্মিক আয়োজন ভক্তদের হৃদয় স্পর্শ করেছে এবং সেবাশ্রম প্রাঙ্গণকে রামকৃষ্ণময় করে তুলেছে। শ্রী শ্রী মাতা সারদা দেবীর জন্মতিথি উদযাপন সবার জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

