স্বামীজী স্মৃতি চ্যালেঞ্জ শীল্ড ফুটবল প্রতিযোগিতা ২০২৪:
চ্যাম্পিয়ন জৌগ্রাম ফুটবল ক্লাব

প্রতি বছরের মতো এই বছরও পাড়াতল অঞ্চলের স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী স্বামীজী স্মৃতি চ্যালেঞ্জ শীল্ড ফুটবল প্রতিযোগিতা। দীর্ঘ ৩৪ বছর ধরে চলে আসা এই প্রতিযোগিতা শুরু হয় ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে। এবছর প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৮টি দল।
আজ ছিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, যেখানে সাহাপুর ফুটবল ক্লাব ও জৌগ্রাম ফুটবল ক্লাব ফাইনাল খেলায় মুখোমুখি হয়। খেলার উদ্বোধন হয় মনোমুগ্ধকর দুটি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। এরপর নৃত্যশিল্পীরা খেলোয়াড়দের চন্দন ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন, যা অনুষ্ঠানে এক হৃদয়গ্রাহী আবহ তৈরি করে।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাঁদের মধ্যে ছিলেন:
সুদূর আমেরিকা থেকে আগত সেবাশ্রমের শুভানুধ্যায়ী সদস্যা জয়শ্রী সাহা মহাশয়া
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট প্রফেসর সুচন্দ্রা বর্ধণ মহাশয়া
জামালপুর ব্লকের বিধায়ক অলোক মাঝি
পর্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু ঘোষ মহাশয়
সেবাশ্রমের প্রবীণ সদস্য মহাদেব প্রসাদ ঘোষ
সভাপতি সাধন চন্দ্র মালিক এবং সম্পাদক অনুপ দত্ত
আশ্রমের গুণমুগ্ধ ভক্ত পীযূষ কান্তি ঘোষ
এছাড়াও অন্যান্য সদস্য ও এলাকার ফুটবলপ্রেমীরা এই খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলাটি ছিল এক সত্যিকারের হাড্ডাহাড্ডি লড়াই। উভয় দলের দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত জৌগ্রাম ফুটবল ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক অলোক মাঝি মহাশয় এবং জয়শ্রী সাহা মহাশয়া।
প্রায় ৫০০ ফুটবলপ্রেমী দর্শক খেলার মাঠে উপস্থিত থেকে এই মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার মাধ্যমে ফুটবলের প্রতি এলাকার মানুষের আবেগ ও ভালোবাসা আবারও প্রমাণিত হলো।

