২৬ শে জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উদযাপন

২৬ শে জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উদযাপন

**২৬ শে জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উদযাপন**

২০২৫ সালের ২৬ শে জানুয়ারি, আমরা স্কুলে **প্রজাতন্ত্র দিবস** উদযাপন করেছি। পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম-এর উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। দিনটি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত দিয়ে। প্রধান শিক্ষক পতাকা উত্তোলন করেন এবং সবাই মিলে দেশের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক গান, কবিতা, এবং নাটক পরিবেশন করে। ভারতের সংবিধান ও গণতন্ত্রের গুরুত্ব নিয়ে শিক্ষকরা আলোচনা করেন। তারা ছাত্র-ছাত্রীদের দেশের উন্নতিতে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে, প্রধান শিক্ষক সবাইকে একতা ও উন্নয়নের প্রতিজ্ঞা নেওয়ার কথা বলেন। এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে।